ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ড সম্ভাব্য একাদশ ও পিচ রিপোর্ট- ওডিআই বিশ্বকাপ ২০২৩ প্রথম সেমি-ফাইনাল।


ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ড সম্ভাব্য একাদশ ও পিচ রিপোর্ট- ওডিআই বিশ্বকাপ ২০২৩ প্রথম সেমি-ফাইনাল। মুম্বাই পিচ রির্পোট


৪৫টি লিগ ম্যাচের পর ২০২৩ বিশ্বকাপের সমাপ্তি আর আইসিসির আরেকটি নকআউটে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড।


বিশ্বকাপে এখনও পর্যন্ত অপ্রতিরোধ্য ভারত। সেমিফাইনালে রোহিত শর্মা ্বিরাট কোহলিদের বিরুদ্ধে খেলতে নামবে নিউজিল্যান্ড। এর মধ্যে কিছু দলের বিরুদ্ধে ভারত যে ভাবে আধিপত্য দেখিয়েছে, তাতে সেমিফাইনালে নিউজিল্যান্ডের চিন্তা বাড়তেই পারে।

অপরদিকে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, বুধবার দারুন একটা ম্যাচ হবে। আমাদের দলের খেলোয়ারেরা অভিজ্ঞ। তবে ভারতে হয়তো সকলে খুব বেশি ম্যাচ খেলিনি। আর ভারতের বিরুদ্ধে সেমিফাইনালে খেলা মানে দারুন একটা ব্যাপার হবে। সেই দিকেই তাকিয়ে আছি।


সম্ভাব্য একাদশ


ইন্ডিয়া: ১. রোহিত শর্মা (সি), ২. শুভমান গিল, ৩. বিরাট কোহলি, ৪. শ্রেয়াস আইয়ার, ৫. কেএল রাহুল (উইকেটরক্ষক), ৬. সূর্যকুমার যাদব, ৭. রবীন্দ্র জাদেজা, ৮. জসপ্রিত বুমরাহ, ৯. মোহাম্মদ শামি, ১০. কুলদীপ যাদব, ১১. মোহাম্মদ সিরাজ


নিউজিল্যান্ড: ১. ডেভন কনওয়ে, ২. রাচিন রবীন্দ্র, ৩. কেন উইলিয়ামসন (সি), ৪. ড্যারিল মিচেল, ৫. টম ল্যাথাম (উইকে), ৬. গ্লেন ফিলিপস, ৭. মার্ক চ্যাপম্যান/জেমস নিশাম, ৮. মিচেল স্যান্টনার, ৯. লকি ফার্গুসন, ১০. টিম সাউদি, ১১. ট্রেন্ট বোল্ট


পিচ 


মুম্বাইয়ের স্টেডিয়াম বড় রানের জন্য পরিচিত। ছোট বাউন্ডারি হওয়ায় সহজেই বাউন্ডারি হাকাতে পারেন ব্যাটসম্যানরা।  বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে পিচ থেকে স্পিনাররা বাড়তি সুবিধা পান। এই পিচে প্রথম ইনিংসে রানে গড় ২৬১। প্রথমে ব্যাট করে এই পিচে ১৪ টা দল জিতেছে। রান তাড়া করা দল ১৩ বার জিতেছে এই মাঠে। এই পিচে সর্বোচ্চ রান ৪৩৮



Post a Comment

Previous Post Next Post