"দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা" পবায় স্বাগত জানিয়ে আনন্দ শোভাযাত্রা ও জাগ জাকঁজমকপূর্ণ আতশ বাতি।

 

আনন্দ মিছিলে নেতৃত্ব দেন সংসদ সদস্য আয়েন উদ্দিন

পবা প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই উপলক্ষে রাজশাহীর পবা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে আনন্দ মিছিল ও জাঁকজমকপূর্ণ আতশবাজি ফুটিয়ে  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছে দলটির নেতাকর্মীরা। 
আনন্দ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী - ৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন। 
আরো উপস্থিত ছিলেন পবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওহাটা পৌরসভার মেয়র হাফিজুর রহমান হাফিজ। পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম, পবা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ পলাশ, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান, পবা উপজেলা যুবলীগের সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক তৌফিকুল হাসান, নওহাটা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম, নওহাটা পৌরসভার আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক কামরুল হাসান, কাটাখালি পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবু সামা, সাধারণ সম্পাদক জহুরুল আলম রিপন, হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রেজবি   আল হাসান মুনজিল, দামকুড়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, পারিলা ইউপি চেয়ারম্যান সাঈদ আলী মুর্শেদ, দর্শন পাড়া ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন সাব্বির, বড়গাছি ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসাইন সাগর, হরিয়ান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চু, হরিয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন সহ পবা উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি,  সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Post a Comment

Previous Post Next Post